Gold Analysis on H4 Timeframe

ট্রেড করুন রানা দাশের সাথে

ট্রেড করুন রানা দাশের সাথে – প্রতিদিন ইউএস সেশনে লাইভ ট্রেডিং

ফরেক্স শেখা শুধু বই পড়ে বা ভিডিও দেখে সীমাবদ্ধ নয়, বরং বাস্তবে ট্রেড করার সময়ই সবচেয়ে ভালোভাবে মার্কেট বোঝা যায়। সেই লক্ষ্য নিয়েই ফরেক্স ওয়েভ এক্সপার্টের প্রতিষ্ঠাতা ও সিইও রানা দাশ এখন দিচ্ছেন প্রতিদিনের লাইভ ট্রেডিং সেশন এর সুযোগ।

কারা অংশগ্রহণ করতে পারবেন?

  • যারা রানা দাশের কোর্সে ভর্তি আছেন, তারা প্রতিদিন ইউএস সেশনে লাইভ ট্রেডিং-এ যোগ দিতে পারবেন।

  • এছাড়া, নির্ধারিত ব্রোকারের রেফারে একাউন্ট খুলে ন্যূনতম ১০০ ডলার ডিপোজিট করলেই লাইভ সেশনে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

লাইভ ট্রেডিংয়ে কী থাকছে?

  • প্রতিদিন ইউএস সেশনে সরাসরি মার্কেটে এন্ট্রি ও এক্সিট।

  • প্রতিটি ট্রেডের পেছনের কারণ ও বিশ্লেষণ নিয়ে আলোচনা

  • সরাসরি প্রশ্ন করার সুযোগ এবং ট্রেডিং আইডিয়া শেয়ার করার পরিবেশ।

  • রানা দাশের প্রাইস অ্যাকশন ও ওয়েভ বেইসড স্ট্রাটেজি বাস্তবে কিভাবে কাজে লাগানো যায় তা দেখার সুযোগ।

কেন এই সেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ?

  • ট্রেডিংয়ে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তৈরি হবে।

  • লাইভে শেখা মানে শুধুমাত্র থিওরি নয়, বরং বাস্তব মার্কেট কন্ডিশন বোঝা।

  • ট্রেডে মানি ম্যানেজমেন্ট ও সাইকোলজি কীভাবে কাজে লাগে তা সরাসরি অনুশীলনের সুযোগ।

👉 যদি আপনিও চান লাইভ ট্রেডিংয়ের মাধ্যমে শেখা ও আয়ের সুযোগ নিতে, তাহলে আজই রানা দাশের কোর্সে ভর্তি হোন অথবা নির্ধারিত ব্রোকারের রেফারে একাউন্ট খুলে ন্যূনতম ১০০ ডলার ডিপোজিট করুন।

লাইভ একাউন্ট ওপেন করতে ক্লিক করুন এবং নুন্যতম ১০০$ ডিপোজিট করুন লাইভ ট্রেডিং সেসনের এক্সেস পেতে।।

CFI Trade Review 2025

Tags: No tags

Add a Comment

You must be logged in to post a comment