Impulse Wave ( ইমপালস ওয়েভ )

Impulse Wave ( ইমপালস ওয়েভ ) পর্ব- ৬

Impulse Wave ( ইমপালস ওয়েভ )

এই পর্বে আমরা Impulse Wave ( ইমপালস ওয়েভ ) বিস্তারিত জানবো।। ইলিওট ওয়েভ  ট্রেডিং এর জন্য আজকের এই সেকশন থেকে গুরুত্বপুর্ন কিছু ইনফরমেশন জানবো…

শুধু এই ভাবে আর্টিকেল পড়ে ইলিওট ওয়েভ ট্রেডার হওয়া কঠিন। তাই প্রচুর প্র্যাকটিস কোড়টে হবে। এছাড়া আমাদের ফ্রী অথবা পেইড কোর্সে অংশগ্রহন করে চাইলে আরো দ্রুত শিখতে পারেন…

**ইলিয়ট ওয়েভের প্রধান ৩টি শর্ত:**

১. **ওয়েভ ২:** ওয়েভ ১ এর ১০০% রিট্রেস বা অতিক্রম করতে পারবে না।
২. **ওয়েভ ৩:** ওয়েভ ৩ কখনোই সবচেয়ে ছোট মুভমেন্ট হতে পারবে না।
৩. **ওয়েভ ৪:** ওয়েভ ৪ কখনোই ওয়েভ ১ এর টেরিটরিতে আসতে পারবে না।

**ওয়েভ লেভেল/ডিগ্রী এবং চার্টে তাদের প্রয়োগ:**

ওয়েভ লেভেল বা ডিগ্রী ইলিয়ট ওয়েভ গণনার সময় ওয়েভ চিহ্নিত করার জন্য বসানো হয়। নিচের চিত্রে দেখানো হলো কিভাবে মাসিক, দৈনিক, ঘন্টা, এবং মিনিট চার্ট গুলোতে এসব ডিগ্রী ব্যবহার করা হয়।

**ইমপালস/মোটিভ ওয়েভ:**

সুদীর্ঘ প্রাইস মুভমেন্টকে ইমপালস বা মোটিভ ওয়েভ বলা হয়। ইলিয়ট ওয়েভ ফ্রাক্টাল, অর্থাৎ ওয়েভের ভিতরে অনেক সাব-ওয়েভ থাকে।

মিনিট, ঘন্টা, দৈনিক, সাপ্তাহিক, মাসিক প্রতিটি টাইম ফ্রেমে ওয়েভ প্যাটার্ন হয় এবং প্রতিটি ওয়েভের মধ্যে সাব/উপ ওয়েভ থাকে। উদাহরণস্বরূপ, সাপ্তাহিক চার্টে ওয়েভ ১ ইমপালস এবং ওয়েভ ২ কারেকশান দেখলে, দৈনিক টাইম ফ্রেমে ওয়েভ ১ এর মধ্যে আবার ৫টি সাব ওয়েভ এবং ওয়েভ ২ এর মধ্যে ৩টি ওয়েভ দেখা যায়। এভাবে দৈনিক চার্টে ৮টি ওয়েভের সাব/উপ ওয়েভ ঘন্টার চার্টে ২১টি ইমপালস ও ১৩টি কারেক্টিভ ওয়েভ, সর্বমোট ৩৪টি ওয়েভ দেখা যায়। ছোট টাইম ফ্রেমে ৮৯টি ইমপালস ও ৫৫টি কারেকশান ওয়েভ, সর্বমোট ১৪৪টি ওয়েভ পাওয়া যাবে।

নিচের চিত্রটি দেখুন:

**ইমপালস ওয়েভের ৩ প্রকার:**

১. **ইমপালস**
২. **লিডিং ডায়াগনল (Leading Diagonal)**
৩. **এন্ডিং ডায়াগনল (Ending Diagonal)**

**ইমপালস ওয়েভ:**

ইমপালস ওয়েভ ৫টি তরঙ্গ বা মুভমেন্টের মাধ্যমে গঠিত হয়:

1. **ওয়েভ ১:** নতুন ট্রেন্ড শুরু হয় এবং প্রাইস মুভমেন্ট করে।
2. **ওয়েভ ২:** ওয়েভ ১ এর রিট্রেসমেন্ট বা কারেকশন হয়।
3. **ওয়েভ ৩:** ট্রেন্ডের সুদীর্ঘ প্রাইস মুভমেন্ট হয়।
4. **ওয়েভ ৪:** ওয়েভ ৩ এর রিট্রেসমেন্ট বা কারেকশন হয়।
5. **ওয়েভ ৫:** ট্রেন্ডের সর্বশেষ প্রাইস মুভমেন্ট হয়।

ইমপালস ওয়েভ ট্রেন্ডের সুদীর্ঘ এবং শক্তিশালী মুভমেন্ট নির্দেশ করে।

**ডায়াগনাল-ইমপালস ওয়েভের আরো ২টি প্যাটার্ন:**

১. **লিডিং ডায়াগনল (Leading Diagonal)**
২. **এন্ডিং ডায়াগনল (Ending Diagonal)**

ডায়াগনাল-ইমপালস প্যাটার্ন মূলত নতুন ট্রেন্ড শুরু ও ট্রেন্ড শেষে গঠন হয়। ডায়াগনল প্যাটার্ন প্রাইসকে মুভ করে একটু দুর্বলভাবে ট্রেন্ডের দিকে। ডায়াগনল প্যাটার্ন মুভমেন্ট হয় চ্যানেল বা ট্রায়াঙ্গাল লাইন করে। ডায়াগনল মূলত ৫টি ওয়েভ করে এবং ওয়েভ ৪ ওয়েভ ১ এর টেরিটরিতে আসে।

**লিডিং ডায়াগনল (Leading Diagonal):**

লিডিং ডায়াগনল মূলত ৫-৩-৫-৩-৫ তরঙ্গের/মুভমেন্টের মাধ্যমে গঠিত হয়। এটি ওয়েভ ট্রেন্ড শুরুর ওয়েভ ১ অথবা কারেকশন ওয়েভ A তে গঠন হয়। লিডিং ডায়াগনলে ওয়েভ ৪ ওয়েভ ১ এর টেরিটরিতে আসে এবং ওয়েভ ৫ প্রাইস মুভমেন্ট ওয়েভ ৩ এর প্রাইসকে অতিক্রম করে। ওয়েভ ৩ কখনোই ক্ষুদ্র প্রাইস মুভমেন্ট হতে পারবে না। লিডিং ডায়াগনল পরবর্তি প্রাইস মুভমেন্টকে ডীপ কারেকশনের সংকেত দিয়ে থাকে।

**এন্ডিং ডায়াগনল (Ending Diagonal):**

এন্ডিং ডায়াগনল মূলত সব গুলো কারেক্টিভ ওয়েভ দিয়ে গঠিত হয়। এটি ৫টি ওয়েভের মধ্যে ৩-৩-৩-৩-৩ তরঙ্গের/মুভমেন্টের মাধ্যমে গঠন হয়। এন্ডিং ডায়াগনল মূল ওয়েভের ওয়েভ ৫ বা কারেকশন ওয়েভের C তে হয়। এন্ডিং ডায়াগনলে ওয়েভ ৪ এর প্রাইস ওয়েভ ১ এর টেরিটরিতে আসে এবং ওয়েভ ৩ ওয়েভ ১ এর প্রাইস মুভমেন্টকে অতিক্রম করে। বেশিরভাগ সময় ওয়েভ ৫ প্রাইস মুভমেন্ট ওয়েভ ৩ কে অতিক্রম করে। এন্ডিং ডায়াগনল দীর্ঘ প্রাইস রিট্রেসের সম্ভবনা বা ইঙ্গিত দেয় এবং এই প্যাটার্নের পর বেশিরভাগ সময় দীর্ঘ রিট্রেস হয়।

 

Impulse Wave Rules and Guidelines

**ডায়াগনল প্যাটার্নের ২ ধরনের ধরন:**

১. **কন্ট্রাক্টিং (Contracting):** ওয়েভ ১ এর প্রাইসের তরঙ্গ ওয়েভ ৩ এর প্রাইসের তরঙ্গের চেয়ে কম হয়, কিন্তু ওয়েভ ৩ ওয়েভ ১ এর প্রাইসকে অতিক্রম করে উর্ধগামী বা নিম্নগামী হয়। ওয়েভ ৫ এর প্রাইস ওয়েভ ৩ এর প্রাইসের তরঙ্গের চেয়ে ছোট হলেও ওয়েভ ৩ এর প্রাইসকে অতিক্রম করে। কন্ট্রাক্টিং ডায়াগনাল সাধারণত ওয়েভ ৫ বা C তে গঠন হয়।

২. **এক্সপান্ডিং (Expanding):** ওয়েভ ১ এর প্রাইসের তরঙ্গ ওয়েভ ৩ এর প্রাইসের তরঙ্গের চেয়ে বড় হয় এবং ওয়েভ ৫ এর প্রাইসের তরঙ্গ বড় হয়ে ওয়েভ ৩ এর প্রাইসকে অতিক্রম করে। এক্সপান্ডিং ডায়াগনাল সাধারণত ওয়েভ ৫ বা C তে গঠন হয়।

নিচে একটি এন্ডিং ডায়াগনলের চিত্র দেয়া হলো:

এন্ডিং ডায়াগনল মার্কেটের ট্রেন্ড পরিবর্তন করে এবং উর্ধগামী বা নিম্নগামী মার্কেটে মেজর প্যাটার্ন হিসেবে ট্রেন্ড পরিবর্তন করে।

 

Add a Comment

You must be logged in to post a comment