Forex candlesticks Patterns (ক্যান্ডেলস্টিকস) পর্ব- ১৬
আমরা আগের পর্বে জেনেছিলাম ক্যান্ডস্টিক কি এবং এই ক্যান্ডলস্টিক গুরুত্ব।
ক্যান্ডলস্টিক সম্পর্কে আপনি ভালো ধারণা নিতে পারলে কিভাবে ট্রেডিং সফলতা আনতে পারবেন।। এই সেকশনে আমি আমার সব চেয়ে প্রিয় ক্যান্ডলস্টিক নিয়ে আলোচনা করিনি এটি নিয়ে আমি আরো বিস্তারিত আলচনা করবো পরবর্তি সেকশনে।।
ব্যাসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্নসমূহ
স্পিনিং টপ ক্যান্ডল
যেসব ক্যান্ডেল লম্বা আপার শ্যাডো ও লোয়ার শ্যাডো করে থাকে এবং ছোট বডি থাকে। বুল কিংবা বিয়ার ক্যান্ডল হয়ে বডি যেটাই হোক, সেটা তেমন গুরুত্ব না। স্পিনিং টপ বায়ার এবং সেলারের মধ্যে দ্বিধা বা ডিসিশন মেকিং চলছে বুঝায়। অর্থাৎ এটি একটি ডিসিশনাল ক্যান্ডল। এখানে না বায়ার জিতে থাকে না সেলার।
স্পিনিং টপে শ্যাডো করে ইঙ্গিত করে যে বায়ার ও সেলার দুজনেই প্রাইস তাদের দিকে টেনে নিতে সক্ষম হয়েছিল কিন্তু অবশেষে প্রাইস ওপেনিং প্রাইসের কাছাকাছি ক্লোজ করেছে। তারমানে বুলিশ ও বিয়ারিস কেউই জয়লাভ করতে পারেনি।
মনে রাখবেন যদি স্পিনিং টপ আপট্রেন্ড বা ডাউনট্রেন্ডের শেষে দেখা যায়, তার মানে বুঝতে হবে মার্কেটে বায়ার সেলার সেন্টিমেন্ট প্রায় সমান অথবা মার্কেটে পর্যাপ্ত পরিমানে বায়ার সেলার নেই। আর মার্কেট এই ডিসিশনাল ক্যান্ডল ব্রেক আউট হয়ে রিভার্স করতে পারে আবার অনেক সময় ট্রেন্দের দিকে ও মুভ করে।।
মারোবোজু
মারোবোজুর ক্যান্ডলে কোন শ্যাডো থাকে না। হাই -লো প্রাইস ওপেন ও ক্লোজের সমান থাকে।
বুলিশ মারোবোজু
বুলিশ মারোবোজু মার্কেট আপট্রেন্ড ইন্ডিকেট করে থাকে।। অর্থাৎ এখানে বায়ার প্রেসার বেশি।।
বিয়ারিশ মারেববোজু
বিয়ারিশ মারেববোজু মার্কেট ডাওন ইন্ডিকেট করে থাকে।। অর্থাৎ এখানে সেলার প্রেসার বেশি।।
দোজি
দোজি ক্যান্ডল মার্কেটে বায়ার সেলার বিবাদের ইন্ডিকেট করে থাকে। প্রাইস উপরে বা নিচে যেদিকে যাক না কেনো বায়ার সেলারের যুদ্ধে তারা ওপেনিং প্রাইসের কাছাকাছি ক্লোজিং হয়।। এদের বডি খুব ছোট হয় এবং অনেক রকমের করে এরা গঠন হয় বেশ কয়েক ধরনের দোজি দেখা গেলে ও সবারই আচরন একই ধরন।।
চার্টে আমরা সাধারনত ৪ ধরনের দোজি দেখতে পাই।
ড্রাগনফ্লাই,লং-লেগ, গ্রেভস্টনম এবং ফোর প্রাইস
যখন দোজি গঠন হয় তখন আগের ক্যান্ডেলগুলোর দিকে নজর দিতে হবে। একটি বুলিশ মুভমেন্টের পরে যদি দোজি ক্যান্ডল করে তাহলে বুঝতে হবে যে বায়ারদের দুর্বল করে সেলাররা এখানে এগিয়ে আছে আর প্রাইস ভার্সাল হতে পারে। আর যদি বিয়ারিশ মুভমেন্টের পরে দোজি ক্যান্ডল করে তাহলে বুঝতে হবে যে বায়াররা এখানে এগিয়েছে অর্থাৎ একাহ্নে বায়িং প্রেসার বেশি তাই প্রাইস রিভার্সাল হতে পারে।
সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
হ্যাঙ্গিং ম্যান ও হ্যামার
হ্যাঙ্গিং ম্যান এবং হ্যামার দেখতে একরকম মনে হলে ও কিন্তু এদের শক্তি আগের প্রাইস একশন বা মুভমেন্টের উপর ভিন্নভাবে করে থাকে।।
হ্যাঙ্গিং ম্যান
হ্যাঙ্গিং ম্যান মূলত বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। এটি সাপ্লাই এর রেজিস্টেন্স লেভেল হিসেবেও গন্য হয়। মনে রাখবেন এটির শ্যাডো পরবর্তিতে শক্তিশালী সাপ্লাই এর রেজিস্টেন্স লেভেল হিসেবে কাজ অরে থাকে।। সেলার রা যখন অনেক বায়ারদের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে আসে তখন এই ক্যান্ডল গঠন হয়।
হ্যাঙ্গিং ম্যান চেনার উপায়
হ্যাঙ্গিং ম্যান শ্যাডো বডির চেয়ে ২ – ৩ গুন বড় হয়ে থাকে।
হ্যাঙ্গিং ম্যানে খুব ছোট শ্যাডো বা কোন আপার শ্যাডো থাকবে না।
হ্যাঙ্গিং ম্যানে বডিটা উর্ধমূখী হয়।
বুলিশ কিংবা বিয়ারিশ বডি হতে পারবে।
হ্যামার
হ্যামার মূলত বুলিশ রিভার্সাল প্যাটার্ন। কিন্তু প্রাইস রিভার্স করার জন্য হ্যামার একা যথেষ্ট নয়। হ্যামার ক্পযান্রেডল এর পরে একটা বুলিশ ক্যান্ডল মূলত প্রাইস রিভার্সালের ধারনা দিতে পারে।
হ্যামার চেনার উপায়
হ্যামারের শ্যাডো বড় হয় এবং এটি বডির চেয়ে ২-৩ গুন বড় হইয়ে থাকে।
হ্যামারে কোনো ছোট শ্যাডো থাকবে না।
হ্যামারের বডিটা উর্ধমূখী হয়।
বুলিশ কিংবা বিয়ারিশ বডি হতে পারবে।
হ্যামার চেনার উপায়
ইনভার্টেড হ্যামার ও শুটিং স্টার
ইনভার্টেড হ্যামার ও শুটিং স্টার ও অনেকটা একরকম দেখতে হলেও এদের পার্থক্য হল যে একজন আপট্রেন্ডে আর অন্য জন ডাউনট্রেন্ডে ক্যান্ডল গঠন করে থাকে।
ইনভারটেড হ্যামার
ইনভারটেড হ্যামার উদাহরন
চার্টে ইনভার্টেড হ্যামার ক্যান্ডল করেছে, সেলারা দুর্বল হয়ে যাওয়ার ইন্ডিকেট করছে এই ক্যান্ডল। আর শুটিং স্টার বাইয়ারদের দুররবল হইয়ে আসার ইন্ডিকেট দিচ্ছে।
ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
২টি ক্যান্ডেলস্টিক দ্বারা গঠিত ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
এনগাল্ফিং প্যাটার্ন
এনগাল্ফিং প্যাটার্ন ট্রেন্ডের শেষে প্যাটার্ন করতে দেখা যায়। এরা কিন্তু শক্তিশালী রিভার্সালের ইংগিত দিয়ে থাকে।
ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
বুলিশ এনগাল্ফিং প্যাটার্ন ডাউনট্রেন্ডের শেষের দিকে প্যাটার্ন করে থাকে মূলত। প্রথম ক্যান্ডেলটা বিয়ারিশ হলেও পরের ক্যান্ডেল বুলিশ হইয়ে শেষ করে যেটা প্রথম ক্যান্ডেলটাকে ক্রস করে ঢেকে ফেলে।
অন্যদিকে বিয়ারিশ এনগাল্ফিং ক্যান্ডল প্যাটার্ন আপট্রেন্ডের শেষের দিকে গঠন করতে দেখা যায়। প্রথম ক্যান্ডেলটা বুলিশ হয়ে পরে বিয়ারিশ ক্যান্ডল গঠন করে প্রথম ক্যান্ডেলটাকে ক্রস করে ঢেকে ফেলে।
টুইজার টপ ও টুইজার বটম
টুইজার ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দিয়ে থাকে। সাধারনত ট্রেন্ডের শেষের দিকে টুইজার ক্যান্ডল ফর্ম হয়ে থাকে।
টুইজার প্যাটার্ন
একটি পারফেক্ট টুইজারের নিচের বৈশিষ্ট্য থাকে:
প্রথম ক্যান্ডেলটা ট্রেন্ডের দিকে গঠন করবে । যদি আপট্রেন্ড হয় তবে প্রথম ক্যান্ডেলটা ও বুলিশ হবে।
আর ২য় ক্যান্ডেল গঠন হবে ট্রেন্ডের বীপরীত দিকে। যদি আপট্রেন্ড হয়, তাহলে ২য় ক্যান্ডেল গঠন হবে বিয়ারিশ হয়ে।
ক্যান্ডেলের শ্যাডোগুলো ২ দিকে সমান আকারে হবে। টুইজার টপের শেষ ২ ক্যান্ডলে সমান হাই হবে আর টুইজার বটমের ২ ক্যান্ডলে সমান হাই হবে।
ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
ইভিনিং স্টার ও মর্নিং স্টার
মর্নিং স্টার ও ইভিনিং স্টার হল মূলত রিভার্সাল ক্যান্ডলস্টিক প্যাটার্ন।
মর্নিং স্টার
১ম ক্যান্ডেল বিয়ারিশ হয় যা বর্তমান ডাউনট্রেন্ডের একটি অংশ।
২য় ক্যান্ডেলটা বডি ছোট ও ২ দিকে ছোট শ্যাডো থাকবে।
২য় ক্যান্ডল বুলিশ অথবা বেয়ারিশ হবে।
৩য় ক্যান্ডেল বুলিশ হবে এবং এটি ১ম ক্যান্ডেলকে নুন্যতম অর্ধেকের বেশি ছাড়িয়ে ক্যান্ডল ক্লোজ হবে। মর্নিং স্টার ট্রেন্ড রিভার্স করার কনফারমেশন দিয়ে থাকে।
ইভিনিং স্টার
১ম ক্যান্ডেল বুলিশ হয় যা বর্তমান ডাউনট্রেন্ডের একটি অংশ।
২য় ক্যান্ডেলটা বডি ছোট ও ২ দিকে ছোট শ্যাডো থাকবে।
২য় ক্যান্ডল বুলিশ অথবা বেয়ারিশ হবে।
৩য় ক্যান্ডেল বুলিশ হবে এবং এটি ১ম ক্যান্ডেলকে নুন্যতম অর্ধেকের বেশি ছাড়িয়ে ক্যান্ডল ক্লোজ হবে। ইভিনিং স্টার ট্রেন্ড রিভার্স করার কনফারমেশন দিয়ে থাকে
থ্রি হোয়াইট সোলজারস এবং ব্ল্যাক ক্রোস
থ্রি হোয়াইট সোলজারস
থ্রি হোয়াইট সোলজারস ক্যান্ডল প্যাটার্ন মূলত একটি ডাউনট্রেন্ডের পরে ৩ টা বুল ক্যান্ডেল করে। এবং ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেয়। থ্রি হোয়াইট সোলজারস প্যাটার্ন দেখা দিলে বুঝতে হবে মার্কেট ডাউনট্রেন্ড শেষ করার চেস্টা করছে , বিশেষকরে এক্সটেন্ড / লম্বা সময় চলা ডাউনট্রেন্ড এবং ছোট একটি কনসোলিডেশন পিরিয়ডের পরে।
থ্রি হোয়াইট সোলজারস প্যাটার্নের বৈশিষ্ট্য:
২য় ক্যান্ডেল টি ১ম ক্যান্ডেলের চেয়ে বড় হবে।
২য় ক্যান্ডেলের ক্লোজিং ১ম ক্যান্ডলের হাই এর কাছাকাছি ক্লোজ হবে।
৩য় ক্যান্ডেল কোলোজিং ও ২য় ক্যান্ডলের মত হবে এবং ২য় ক্যান্ডেলের মত একই সমান বা কাছাকাকাছি হবে।
শ্যাডো থাকা বাধ্যতামূলক না তবে শ্যাডো থাকলে তা ছোট হবে।
থ্রি ব্ল্যাক ক্রোস
থ্রি থ্রি ব্ল্যাক ক্রোস ক্যান্ডল প্যাটার্ন মূলত একটি আপ্ট্রেন্ডের পরে ৩ টা বেয়ারিশ ক্যান্ডেল করে এবং ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেয়। থ্রি ব্ল্যাক ক্রোস প্যাটার্ন দেখা দিলে বুঝতে হবে মার্কেট আপ্ট্রেন্ড শেষ করার চেস্টা করছে , বিশেষকরে এক্সটেন্ড / লম্বা সময় চলা আপট্রেন্ড এবং ছোট একটি কনসোলিডেশন পিরিয়ডের পরে।
থ্রি ব্ল্যাক ক্রোস প্যাটার্নের বৈশিষ্ট্য:
২য় ক্যান্ডেল টি ১ম ক্যান্ডেলের চেয়ে বড় হবে।
২য় ক্যান্ডেলের ক্লোজিং ১ম ক্যান্ডলের হাই এর কাছাকাছি ক্লোজ হবে।
৩য় ক্যান্ডেল কোলোজিং ও ২য় ক্যান্ডলের মত হবে এবং ২য় ক্যান্ডেলের মত একই সমান বা কাছাকাকাছি হবে।
শ্যাডো থাকা বাধ্যতামূলক না তবে শ্যাডো থাকলে তা ছোট হবে।
থ্রি ইনসাইড আপ ও ডাউন
থ্রি ইনসাইড আপ ও ডাউন ক্যান্ডল প্যাটার্ন একটি রিভার্সাল প্যাটার্ন যা মূলত ট্রেন্ডের শেষের দিকে দেখা যায়। এটা ট্রেন্ড শেষ হবার ইঙ্গিত দিয়ে থাকে।
প্যাটার্ন চেনার উপায়
১ম ক্যান্ডেলটা বর্তমান ট্রেন্ডের শেষের দিকে দেখা যাবে এবং অন্য ক্যান্ডলের চেয়ে একটু বড় আকারের ক্যান্ডেল হবে। যদি মার্কেট আপট্রেন্ড হয়, তাহলে বুলিশ আর ডাউনট্রেন্ড হলে বিয়ার।
২য় ক্যান্ডেল নুন্যতম ১ম ক্যান্ডেলের অর্ধেক পর্যন্ত আসবে।
৩য় ক্যান্ডেলের ক্লোজিং ১ম ক্যান্ডেলের হাই এর উপর গিয়ে ক্লোজ হতে হবে। এটা ইন্ডিকেট করে যে বায়াররা সেলারদের চেয়ে শক্তিশালী হয়ে গেছে।
Add a Comment
You must be logged in to post a comment