ফরেক্স ব্রোকার

কোন ট্রেডিং ফরেক্স ব্রোকার ভালো ? ব্রোকার-সমাচার।

কোন ট্রেডিং ফরেক্স ব্রোকার ভালো ?

ফরেক্স ব্রোকার নিয়ে এই ব্লগটি তাদের জন্য যারা ইনবক্স করেন বা  প্রশ্ন করেন দাদা কোন ব্রোকারে ইনভেস্ট করবো ? কোন ব্রোকার ভালো ? ট্রাস্টেড ব্রোকার কোনটি? কিভাবে ব্রোকার নির্বাচন করবো ? তাদের সব প্রশ্নের উত্তর এখানে পাবেন। এর পর ও প্রশ্ন থাকলে এই ব্লগের নিচে কমেন্ট করবেন, এবং সেটা এপ্রুভড করে উত্তর দিয়ে দিবো।

প্রথমে বলে রাখি ১৪ নাম্বার ব্রোকার ছাড়া কোনো ব্রোকারের প্রতিনিধি আপনার পিছনে ইনবক্সে পড়ে থাকবে না।। এরপরে ও কিভাবে কিছু ব্রোকার স্ক্যাম করে তাদের চেনার উপায় দিলাম এবং ব্রোকার নিয়ে আমার যা অভিজ্ঞতা আছে তা আলোচনা করলাম। দীর্ঘ সময় বিভিন্ন ব্রোকার আইবি সহ কাজ করেছি, এছাড়া গ্লোবালি বিভিন্ন ফরেক্স লিকুইডিটি, হোয়াইট লেভেল প্রোভাইডর, টেকন্যালজি কোম্পানির সাথে ভালো সম্পর্কের কারনে আমার অভিজ্ঞতার ভিত্তিতে লেখা এই আর্টিকেল।  সাথে আমি সাহায্য নিয়েছি এই ব্লগ লিখতে যিনি আগে নিজে ট্রেডিং ব্রোকারে ৬+ বছর অবধি স্টাফ হিসেবে জব করেছেন এবং ব্রোকারের ভিতরের অনেক ভিতরের বিষয় জানেন। তিনি আমাদের ফরেক্স ওয়েভ এক্সপার্ট টিমের অন্যতম ডিরেক্টর আকিফ ভাই। আর একটা বেপার হলো এই আর্টিকেল এর ভাষা আমি প্রফেশনাল ব্লগারের মত করতে চাইনি সত্যি বলতে আমি ব্লগার না তাই  যা আমার অভিজ্ঞতায় যা আছে, যেভাবে লিখতে মন চেয়েছে সেভাবেই লিখে দিলাম।

একটা সময় ছিলো যখন ট্রেডারদের ব্রোকার নির্বাচন করতে হিমশিম খেতে হতো, এখন বলতে গেলে সব ব্রোকারি কম বেশি অন্তত উইথড্র সাপোর্ট স্মুথ রাখার চেষ্টা করে।

রেগুলেশন আছে কিনা?

ঠিক ভাবে উইথড্র দেয় কিনা?

মার্কেট বি বুক দিয়ে ট্রেডার চার্ট ম্যানুপুলেট করে বা যখন তখন স্লিপেজ তৈরী করে লস করায় কিনা?

ফেইক ক্যান্ডল করে কিনা?

এসব প্রশ্ন খুব কমন এগুলোর বাইরে গিয়েও আরো বিস্তারিত আলোচনার চেস্টা করেছি আমি।

এই রকম অনেকেই অনেক রকম প্রশ্ন নিয়ে আসতো কিন্তু এখন বর্তমান সময় স্ক্যাম ব্রোকার গুলো তাদের মার্কেটিং পলিসি পরিবর্তন করেছে। রেগুলেশন থাকুক আর না থাকুক, ব্র্যান্ড হোক আর নন ব্র্যান্ড, ব্রোকার বলতেই সে ট্রেডার থেকে কোনো না কোনো ভাবে তার লাভ করবেই। তবে এখানে কথা হলো ব্রোকার হিসেবে সে কি আপনাকে বড় রকমের ঠকাচ্ছে কিনা ? সে কি সঠিক উপায়ে ব্যবসা করছে নাকি আপনার কাছ থেকে ঠকিয়ে নেওয়াই তার প্রধান উদ্দেশ্য? যেই ব্রোকারেই ট্রেড করতে চাচ্ছেন না কেন, সেই ব্রোকার কি এবং কেমন সেটা আপনাকে জানতে হবে। যে ব্রোকারে আপনি ট্রেড করছেন সেটি কোনো লোকাল হোয়াইট লেভেল ব্রোকার না তো ? অনেক বড় ইনভেস্টের ক্ষেত্রে ব্রোকার ডিলিং ডেস্ক নাকি নো ডিলিং ডেস্ক এটা যেমন জানা অবশ্যই প্রয়োজন। আমরা আজকে জানবো ব্রোকার সম্পর্কে বিস্তারিত।

রেগুলেটেড ফরেক্স ব্রোকার কি?

রেগুলেটেড ব্রোকার হলো এমন একটি ব্রোকার প্রতিষ্ঠান যা নির্দিষ্ট কোনো দেশের নিয়ন্ত্রক সংস্থার অধীনে ব্যবসা পরিচালিত করার জন্য লাইসেন্স নিয়ে থাকে এবং সময় অনুযায়ী সে সকল নিয়ন্ত্রক সংস্থাকে অডিট রিপোর্ট প্রদান সহ সকল শর্ত সঠিক উপায়ে মেনে চলে। মূলত নিয়ন্ত্রক সংস্থাগুলো ব্রোকারদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং নিশ্চিত করে যে তারা সকল নির্দিষ্ট নিয়ম-কানুন সঠিকভাবে মেনে চলে। যেমন এদের মধ্যে সবচেয়ে পপুলার বা জনবিদিত রেগুলেশন গুলো হলো, যুক্তরাজ্যে FCA (Financial Conduct Authority), অস্ট্রেলিয়ায় ASIC (Australian Securities and Investments Commission), এবং সাইপ্রাসে CySEC (Cyprus Securities and Exchange Commission)।

রেগুলেটরি সংস্থাগুলোর নাম:

  1. FCA (Financial Conduct Authority) – যুক্তরাজ্য
  2. ASIC (Australian Securities and Investments Commission) – অস্ট্রেলিয়া
  3. CySEC (Cyprus Securities and Exchange Commission) – সাইপ্রাস
  4. NFA (National Futures Association) – যুক্তরাষ্ট্র
  5. CFTC (Commodity Futures Trading Commission) – যুক্তরাষ্ট্র
  6. BaFin (Federal Financial Supervisory Authority) – জার্মানি
  7. FINMA (Swiss Financial Market Supervisory Authority) – সুইজারল্যান্ড
  8. FSA (Financial Services Agency) – যুক্তরাজ্য (বর্তমানে ডিসলভড)
  9. MAS (Monetary Authority of Singapore) – সিঙ্গাপুর
  10. IIROC (Investment Industry Regulatory Organization of Canada) – কানাডা
  11. FMA (Financial Markets Authority) – নিউজিল্যান্ড
  12. SFC (Securities and Futures Commission) – হংকং
  13. FINRA (Financial Industry Regulatory Authority) – যুক্তরাষ্ট্র1
  14. FSCA (Financial Sector Conduct Authority) – সাউথ আফ্রিকা

কিছু রেগুলেশনের বিরুদ্ধে অভিযোগ আছে তারা নিয়ন্ত্রন ব্যবস্থাপনা সঠিক ভাবে করে না, এমনকি ব্রোকারদের যোগসাজশে ট্রেডারদেরকেও ঠকায় এমন অভিযোগ আছে। সেক্ষেত্রে উক্ত নিয়ন্ত্রক সংস্থা বাতিল হয়ে নতুনভাবে গঠিত হয়, এমন নজির খোদ যুক্তরাজ্যের মত দেশের ক্ষেত্রেও দেখা যায়। আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় দেখেছি বিভিন্ন হোয়াইট লেভেল ব্রোকার (অন্য রেগুলেটেড ব্রোকার থেকে তাদের লাইসেন্স ভাড়া নিয়ে যে ব্রোকার চলে) প্রতারণার উদ্দেশ্য নিয়ে পরিচালিত ব্রোকার গুলোর অশিকাংশই নিচে উল্লেখিত দুর্বল রেগুলেশন নিয়ে ব্রোকার পরিচালনা করে থাকে। এর মধ্যে FSA (Seychelles) এবং FSC(Mauritius Forex License) অনেক বেশি ব্যবহার করা হয়। তবে কিছু ব্র্যান্ড ব্রোকার বাংলাদেশের মত যেসকল দেশে ফরেক্স ট্রেডিং সবার জন্য উন্মোক্ত নয় সেখানে  FSA (Saint Vincent and the Grenadines Forex License) ব্যবহার করে থাকে।

শুধু মাত্র নিচের এই ৩টি রেগুলেশন দিয়ে যেসকল ব্রোকার ব্যবসা পরিচালনা করে তাদের পরবর্তীতে স্ক্যাম বা বিভিন্ন প্রতারণার খবর পাওয়া যায়।।

  1. Mauritius Forex License – মরিশাসের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিশন (FSC) দ্বারা নিয়ন্ত্রিত।
  2. Saint Vincent and the Grenadines Forex License – সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনসের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি (FSA) দ্বারা নিয়ন্ত্রিত
  3. FSA (Seychelles) Regulated Forex Brokers – সেশিলিসের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি (FSA) দ্বারা নিয়ন্ত্রিত

অভিজ্ঞতার আলোকে কিছু রেগুলেশনের ব্যাপারে আমরা জানলাম। এবার আসুন জেনে নিই, রেগুলেটেড ব্রোকারের কি কি সুবিধা আছে।

রেগুলেটেড ফরেক্স ব্রোকারের সুবিধাসমূহ:

  1. নিরাপত্তা: রেগুলেটেড ব্রোকাররা গ্রাহকদের অর্থ সুরক্ষিত রাখে এবং নিজস্ব অন্য কিংবা ভিন্ন ব্যবসা খাতে তারা উক্ত অর্থ লগ্নি করে না। তারা সাধারণত গ্রাহকদের অর্থ আলাদা অ্যাকাউন্টে রাখে যাতে ব্রোকারের যে কোন প্রকারের আর্থিক সমস্যার প্রেক্ষিতে গ্রাহকদের অর্থ সুরক্ষিত থাকে।
  2. স্বচ্ছতা: রেগুলেটেড ব্রোকাররা তাদের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখে। তারা নিয়মিত রিপোর্ট প্রদান করে এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার দ্বারা পর্যবেক্ষিত হয়। নিয়মিত তারা তাদের অডিট রিপোর্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে সময়মত জমা দিয়ে থাকে।
  3. বিচারপ্রাপ্তি: যদি কোনো গ্রাহক ব্রোকারের বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে নিয়ন্ত্রক সংস্থা সেই অভিযোগের তদন্ত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এরকম পূর্বের যে কোন তদন্তের রিপোর্ট আপনি নিজেও বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আর্কাইভে দেখতে পারবেন।
  4. বিশ্বাসযোগ্যতা: রেগুলেটেড ব্রোকাররা সাধারণত বেশি বিশ্বাসযোগ্য হয় কারণ তারা নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে চলে এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রিত হয়। একারনে অহেতুক এবং অযৌক্তিক মার্কেটিং তারা করে না।

উদাহরণ:

  • FCA: যুক্তরাজ্যের এই সংস্থাটি ব্রোকারদের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং নিশ্চিত করে যে তারা গ্রাহকদের অর্থ সুরক্ষিত রাখে।
  • ASIC: অস্ট্রেলিয়ার এই সংস্থাটি ব্রোকারদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং তাদের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করে।
  • CySEC: সাইপ্রাসের এই সংস্থাটি ব্রোকারদের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং তাদের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করে।

 

ফরেক্স ব্রোকার

ফরেক্স ব্রোকারের প্রকার: ডিলিং ডেস্ক, নো ডিলিং ডেস্ক, এবং ইসিএন

ব্রোকাররা সাধারণত তিনটি প্রধান প্রকারে বিভক্ত হয়: ডিলিং ডেস্ক, নো ডিলিং ডেস্ক, এবং ইসিএন। প্রতিটি প্রকারের নিজস্ব বৈশিষ্ট্য এবং সুবিধা রয়েছে।

১. ডিলিং ডেস্ক ব্রোকার (Dealing Desk Broker) বা STP Broker (Straight Through Processing)

ডিলিং ডেস্ক ব্রোকারদেরকে আমরা সাধারণ ট্রেডাররা মার্কেট মেকার বলে থাকি। তবে বাস্তবে যেসকল ব্রোকার নিজের লিকুইডিটি আছে সেই হলো মার্কেট মেকার। ডিলিং ডেস্ক তারা ট্রেডারদের অর্ডারগুলি অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া করে এবং মেইন লিকুইডিটিতে সরাসরি পাঠায় না। এর ফলে, তারা ক্লায়েন্টদের বিপরীতে ট্রেড করতে পারে বি বুকিং এর মাধ্যমে যা মূলত লিকুইডিটি প্রোভাইডর বা বড় ব্রোকাররা ও করে থাকে। এই প্রকার ব্রোকারদের সুবিধা হলো:

  • স্থিতিশীল স্প্রেড
  • দ্রুত অর্ডার প্রক্রিয়াকরণ
  • ছোট ইনভেস্ট ট্রেডিং অ্যাকাউন্টের জন্য উপযুক্ত

২. নো ডিলিং ডেস্ক ব্রোকার (No Dealing Desk Broker)

নো ডিলিং ডেস্ক ব্রোকাররা মূলত ট্রেডারদের অর্ডারগুলি সরাসরি লিকুইডিটি প্রোভাইডারদের কাছে পাঠায়। তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এবং ট্রেডারদের বিপরীতে কিংবা পক্ষে তথা বি বুকিং সংক্রান্ত ট্রেড করে না। এর ফলে, ট্রেডাররা মুল লিকুইডিটিতে স্প্রেড এবং সঠিক দাম পায়। এই প্রকার ব্রোকারদের সুবিধা হলো:

  • রিয়েল মার্কেট স্প্রেড
  • স্বচ্ছ ট্রেডিং পরিবেশ
  • দ্রুত অর্ডার এক্সিকিউশন হয়

৩. ইসিএন ব্রোকার (ECN Broker)

ইসিএন (Electronic Communication Network) ব্রোকাররা ক্লায়েন্টদের অর্ডারগুলি সরাসরি ইসিএন নেটওয়ার্কে পাঠায়, যেখানে বিভিন্ন লিকুইডিটি প্রোভাইডার এবং অন্যান্য ট্রেডাররা অংশগ্রহণ করে। ইসিএন ব্রোকারদের সুবিধা হলো:

  • কম স্প্রেড
  • উচ্চ লিকুইডিটি
  • স্বচ্ছ ট্রেডিং পরিবেশ
  • দ্রুত অর্ডার প্রেসিং

ইসিএন (Electronic Communication Network) ব্রোকারদের নেটওয়ার্কে বিভিন্ন লিকুইডিটি প্রোভাইডার এবং ট্রেডাররা অংশগ্রহণ করে। লিকুইডিটি প্রোভাইডাররা সাধারণত ব্যাংক, হেজ ফান্ড, এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। এছাড়া, ইসিএন নেটওয়ার্কে অংশগ্রহণকারী অন্যান্য ট্রেডাররা হতে পারে:

  • ব্যাংক: যেমন, BarclaysDeutsche BankCitibank
  • হেজ ফান্ড: যেমন, Bridgewater AssociatesRenaissance Technologies
  • বড় বড় আর্থিক প্রতিষ্ঠান: যেমন, Goldman SachsMorgan Stanley
  • বড় বড় ব্রোকারেজ ফার্ম: যেমন, Interactive BrokersSaxo Bank
  • বড় বড় ইন্সুরেন্স কোম্পানী: যেমন, FHLBNY & INSURANCE COMPANIES.

 

হোয়াইট লেভেল ফরেক্স ব্রোকার কি ?

হোয়াইট লেবেল ব্রোকার হল এমন একটি বিজনেস মডেল যেখানে একটি কোম্পানি বিভিন্ন ব্রোকার বা লিকুইডিটি এবং টেকনোলজি প্রোভাইডার থেকে এক্সেস নিয়ে তাদের নিজস্ব নামে বা ব্র্যান্ডে অপর একটি ব্রোকার পরিচালনা করে এবং এতে করে বি-বুক ও তারা মেইন্টেইন করে। এই মডেলটি নতুন ব্রোকারদের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটি তাদেরকে দ্রুত এবং কম খরচে বাজারে প্রবেশ করতে সহায়তা করে।

হোয়াইট লেভেল ব্রোকার গঠনের কারন ও উদ্দেশ্যঃ

হোয়াইট লেবেল ব্রোকার গঠন করার পেছনে কিছু নেগেটিভ কারণও থাকতে পারে। অনেক সময় রেগুলেশনের অধীনে না গিয়ে নির্দিষ্ট নিয়ম-কানুন মানতে হয় না বলে কিছু ব্রোকার প্রতারণার সুযোগ নিতে পারে। এই কারণে, কিছু হোয়াইট লেবেল ব্রোকার নির্ভরযোগ্যতা এবং স্বচ্ছতার অভাব থাকতে পারে।

তবে, এটি সব হোয়াইট লেবেল ব্রোকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক হোয়াইট লেবেল ব্রোকারই সৎভাবে ব্যবসা পরিচালনা করে এবং তাদের গ্রাহকদের সুরক্ষা ও সন্তুষ্টি নিশ্চিত করতে নিয়ম-কানুন মেনে চলে।

মূলত বেশির ভাগ ক্ষেত্রে নিচের সুবিধা গুলোর কারণে হোয়াইট লেভেল ব্রোকার প্রতিষ্ঠা করে থাকেঃ

  1. খরচ সাশ্রয়: নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি এবং রক্ষণাবেক্ষণের খরচ এড়ানো যায়।
  2. ব্র্যান্ড কাস্টমাইজেশন: নিজস্ব ব্র্যান্ড নামে পরিষেবা প্রদান করা যায়।
  3. দ্রুত বাজারে প্রবেশ: দ্রুত এবং সহজে ব্যবসা শুরু করা যায়।

কিভাবে হোয়াট লেভেল ফরেক্স ব্রোকারের মাধ্যমে প্রতারনার স্বীকার হতে পারেন।

১। ফেইক ক্যান্ডল অথবা ফেইক মুভমেন্ট দিয়ে লস করানো।

২। ট্রেডিং প্ল্যাটফর্ম হ্যাং করে লসের সম্মুখীন করানো।

৩। আপনি প্রফিট করে উইথড্র দিলে এই সেই উইথড্র পরিমাণ বেশি হলে দীর্ঘদিন আটকে রাখা বা উইথড্র না দেয়া বিভিন্ন অজুহাত দিয়ে।।

৪। আপনার ট্রেডিং হিস্ট্রি বা আইডি লগিন মুছে ফেলা।

এই প্রতারণা গুলো সব চেয়ে বেশি করে থাকে।

 

হোয়াইট লেভেল ব্রোকার কারা প্রমোট করে? কিভাবে হোয়াট লেভেল ব্রোকার আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করে।

অনলাইনে গুরু সেজে থাকা, আপনার উপকার করছে এমন ভালো ভালো বানী পোস্ট করে, আপনি না চাইলে প্রয়োজনের বেশি সাহায্য করছে এই টাইপের লোকজন সু সম্পর্ক গড়ে তুলে আপনাকে ভুংভাং বুঝিয়ে এসব ব্রোকারে ডিপোজিট করাবে।

অনেক ক্ষেত্রে দেখবেন সে নিজের ব্যাংক, বিকাশ বা ওই কোম্পানির কোন এজেন্টের ব্যাংকে কম মুল্যে আপনাকে ডলার দিয়ে ডিপোজিটের সুবিধা দিবে ও উইথড্র আপনাকে ব্যাংকে বা বিকাশে দিবে এবং এতে আপনি ও মনে করবেন, বাহ খুব সহজ পদ্ধতি ।

এই সকল ব্রোকারের ৯০% অফিস দেখবেন দুবাই কিংবা আফ্রিকা ভিত্তিক। এছাড়া আরো অফার করতে পারে ক্যাশ বোনাস ১০০০$ ডিপোজিটে ১০০$ ক্যাশ ফেরত।

ফ্রী সিগন্যাল , ফান্ড ম্যানেজ বা ফিস্কড ডিপোজিট, যেন আর ট্রেড করা লাগবে না আর মাসিক একটি ফিক্সড ইনকাম পাবেন…

এদের ৯৯% ক্ষেত্রে MT5 ( Metatrader 5 ) অপশন থাকবে… MT4 বা অন্য ট্রেডিং অপশন এদের সাধারনত থাকে না।

প্রতারণা গুলো কিভাবে বর্তমানে করছে তার কয়েকটি বর্তমান সময়ের আলোকে তুলে ধরা হলোঃ

প্রতারণার  জাল ১ঃ অনলাইনে সোস্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে ইদানিং দেখা যাচ্ছে  ৪/৫/৬ লাখ টাকা খরচ করে গড়ে তোলা হোয়াইট লেভেল ব্রোকার, সুন্দর আকর্ষনীয় সোশাল হ্যান্ডেল আর সাথে কিছু সুন্দরী সম্মোহনী রমনীদেরকে নিয়ে তারা প্রোমোশনে ব্যবহার করছে। এরা এই মডেল মেয়েদের পে-রোলে রাখে, তাদের কাজ হলো প্রতিদিন সুন্দর করে সেজে রিল বানাবে আর ফরেক্স ট্রেডারদের এড করবে আর প্রতিদিন ১০০/১০০০০ ডলার ইনকামের স্ক্রীনশট স্টোরি, রিলস কিংবা ইনবক্সে দিবে।
তারা ইনবক্সে, ফিক্সড ডিপোজিট ইনভেস্ট করে মাসিক ৫-২০/৪০% পর্যন্ত ইনকামের অফার করবে আর দুর্বল চিত্তের হলে আপনি ও সুন্দরীর মিঠে বাক্যবানে পরাজিত হয়ে অনলাইন থেকে বাস্তবে তার সান্নিধ্য নিতে এসে উপর্যুপরি বাশবাগানের বাশ খেতে চকে যাবেন… এসব ব্রোকারের কোনো গ্রেড হয়না। এরা সুন্দরী মেয়েদের দিয়ে মুলত এমন ভাবে আপনাকে ট্র্যাপে ফেলতে চাইবে আপনি ঘুনাক্ষরেও বুঝতে পারবেন না আর অন্যদিকে আপনি সব হারিয়ে আওয়াজও করতে পারবেন না। তাই তাই কারো ফেসবুক অনলাইনের বানীতে বা সুন্দর, বড়লোকি মডেলের সান্নিদ্ধ পাওয়ার আশায়  নয়, তার ৬ মাস থেকে ১ বছরের ট্রেডের Myfxbook বা Mql5 লিংক (এ সকল প্লাটফর্মে ফ্রি তে ২-৩ মিনিটে আপনার ট্রেডিং একাউন্ট সিংক করে সেটার পার্ফর্মেন্স দেখানো যায়) দেখে যাচাই করুন। যদি পোর্টফলিও চাওয়ার পর Meta trader 4 (MT4) বা Meta trader 5 (MT5) ইনভেস্টর পাসোয়ার্ড দিতে চায়, শুধু স্ক্রিনশট দেয় কিংবা MT4 MT5 থেকে হিস্টোরি ডাউনলোড করে নোটপ্যাডে এডিট করে দেখাবে তো মনে রাখবেন এখানে বাটপারি আছে । অবশ্যই তার ব্রোকার টা দেখবেন যে রিয়াল পোর্টফোলিও দিচ্ছে সেটার আপডেট ঠিক ভাবে আছে কিনা, এসব ভ্যারিফাইড কিনা সেটা হিস্ট্রি থেকে দেখবেন অবশ্যই। কিংবা যেই একাউন্ট তারা দেখাবে, সে একাউন্টকে Myfxbook বা Mql5 এ যুক্ত করে এরপর সেটার লিংক চেয়েই দেখুন না একবার।

প্রতারণার  জাল ২ঃ
ফেসবুকে বিশেষ ভদ্র লোক দুবাই, আমেরিকা বা লন্ডন থেকে লাক্সারিয়াস লাইফ স্টাইল, গাড়ি বাড়ির ভিডিও রিল, টিকটকে আস্ফালন, ফরেক্স করে কোটি পতি সে এমন ভাব। দুবাই তে আমাদের দেশে যেমন হকার রা দোকান বসাই তেমনি অনেক ব্রোকার আর প্রতিদিন কোনো না কোনোভাবে খোলা হয় আবার তারা স্ক্যাম করতে গিয়ে এক্সপোজড হয়। এগুলোতে তারা যুক্ত হয়ে ছবি দিবে, বানী ছাড়বে ফেসবুকে বড় বড়। নতুন ও লুজার ট্রেডাররা আকৃষ্ট হবে এবার সেইম স্ক্যাম ১ এর মত আইবি ব্যবসা করবে। এরা ও বেশির ভাগ হোয়াইট লেভেল এবং নন রেগুলেশনের ব্রোকার গুলোর আইবি দেয়। লক্ষ্য তাদের একটাই, আপনি লস বা ডিপোজিট যাই করবেন তার ৫০% কমিশন তারা নিজেদের বলে নিয়ে নিবে আর এগুলো দিয়ে সে লাক্সারি লাইফস্টাইলের ভিডিও ছাড়বে আর আপনার কষ্টের টাকা নস্ট করে সে ফুর্তি করে বেড়াবে। সেইম ঐ মেয়েদের মত এরা আপনাকে যতদিন নিঃস্ব করবে ততদিন আপনাকে ছাড়বে না। অবশ্যই তার ৬ মাস থেকে ১ বছরের ট্রেডের Myfxbook বা Mql5 লিংক দেখে যাচাই করুন।

ব্র্যান্ডের ভালো ডাক নাম ব্রোকারদের ভিন্ন রকমের ইনকামের সোর্স যা এক প্রকার প্রতারণাঃ  
স্ক্যাম না তবে এরা নিজেদেরকে ভালো দেখিয়ে সুকৌশলে আপনার থেকে মেরে দিবে আপনার ফান্ড।
ব্রোকার রেগুলেটেড কিন্তু আপনারে উঠতে বসতে চেটেপুটে খেয়ে নিবে।
এসব ব্রোকার আপনাকে জিরো স্প্রেড, লো স্প্রেড, নিজের বাবার মামার কাকার নামে নিজের আইডি থেকে আইবি করে আবার অন্য আইডি দিয়ে ট্রেড করায় আপনাকে কমিশন দিবে, আপনি ও খুশি বা নিজের ট্রেড থেকে নিজে কমিশন খেয়ে।
এদের প্রচুর অফার, গিফট থাকবে।
ইন্সট্যান্ট ডিপোজিট, উইথড্র ইন্সট্যান্ট ১ মিনিটে হয়ে যায় সব।। ভ্যারিফাই সহজে হয়ে যায় সহ অনেক সুবিধার লোভনীয়  এবং সহজ পথ আপনাকে করে দিবে,

কিন্তু আপনার কষ্টের টাকা মেরে খাবে এরা… কেমনে?
ঠিকই অন্য ব্রোকার যেখানে ১ পিপ্স স্প্রেড, সে নিবে কমিশন এড করে নিবে নুন্যতম ৩/৫ পিপ্স এর টাকা। যেখানে আপনি জিরো স্প্রেড নিয়েছেন এখানে সে আরো মজা করে খাবে দেখছেন জিরো স্প্রেড কিন্তু আপনি যেই ১ লট একটা ট্রেড মারবেন ৫৫$ লসে ট্রেড ওপেন হবে “ট্রেড কমিশন” এর নাম করে। আপনি ভাবেলেন সেই ট্রেড নিতে নিতে প্রাইস মুভ করে এমন হয়েছে। আরে না ভাই, সে আপনার ৫৫$ খেয়ে দিয়েছে। এরপর ক্লোজ করলেন ট্রেড লাভ ছিল ১২৫০ হয়ে ক্লোজের পর ১২০০$। এখানে তারা তাদের পকেটে আরো ৫০$ খেয়ে নিল, আর আপনি ভাবলেন প্রাইস পরে মুভ হয়েছিলো।।
টিপি স্টপ লস ফিক্সড দেখবেন সে সঠিক প্রাইস পয়েন্টে খুব কমই টিপি কিংবা স্টপ লস প্রাইসেই হিট করে, ২/৩/৫ পিপ্স এদিক ওদিক করে, মানে এখানে আরো ৫০$ পর্যন্ত খেয়ে দিলো। আপনি ১ লটে ট্রেড না করে যদি ০.০১ লট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার মাথা ব্যাথা না থাকলেও হিসাব করে দেখবেন এসব নিয়ে মাস শেষে ১০ লট ট্রেড করলেন আর এদিকে ৫০$*১০ পরিমান অর্থ কিন্তু তাদের পকেটে। তাহলে আপনার মোট লস কত হয় ভাউ??
আরো আছে বাটপারি সব বললে ভাই চাকুরী থাকবে না।
কারন এই ব্রোকার গ্লোবালি টপ রিটেইল ব্রোকার তার ভলিঊম সব চেয়ে বেশি।
আর বাংলাদেশের বড় বড় ট্রেডার রা ও দেখি এসব ব্রোকার প্রমোট করে।।
কেন করে সেটা ট্রেডার হিসেবে আপনাকে বুঝতে হবে। ১ লটে আপনারে ১৫০$ খাইতে পারলে, আপনাকে কমিশন হিসেবে ২০/৩০$ দেয়া খুব কঠিন না। এসব ব্রোকার চালাক, আপনাকে এতো দিবে না কমিশন, ৫-১০ দিয়েই আপনাকে খুশি রাখতে চাইবে আর নিজের কমিশন নিজে পাচ্ছেন এতে আপনার আর সমস্যা কি, আপনি তো মনে করছেন কিছু তো পেলাম ! 😛 এদিক দিকে আপনি নিজেই যে নিজের পশ্চাদদেশে বাশ দিচ্ছেন, সেটা অনুমেয়, সেই বাশটা ও কিন্তু এনে দিচ্ছে ঐ ব্রোকারেরই লোকজন।

এদের সবচেয়ে বড় মার্কেটিং হয় লোকাল ডিপোজিট অপশন, লোকাল এজেন্ট , গিফট পাঠানো, আইবি দের বিশেষ সেমিনার সুবিধা বা বিদেশ ট্যুর।

এই রকম আরো অনেক ব্রোকার আছে।। একটা ব্রোকারের প্রোমশন করতে গিয়ে অভিজ্ঞতা কি হয়েছিলো তা নিম্নে লিখলাম।

আমার দেখা এমন এক ব্রোকার One Royal ব্রোকার নিজে প্রমোট করেছিলাম আমি কয়েক মাস। ……(নাম উল্লেখ করলাম না)  নামে এক বাংগালী তাদের এখানে জব করে সাইপ্রাসে। আমারে সে প্রথমে বুঝালো সে ইরাকি আর সে আমার জীবন পালটিয়ে দিবে যদি এই ব্রোকার নিয়ে প্রমোশন করি। সে স্বপ্ন দেখানো থেকে শুরু করে আমাকে কোটিপতি করার হেন কোন মোটিভেশন নাই যে দেয় নাই। আমি তার মতলব বুঝতে পেরে আমি সাজলাম বেকার, গরিব যে কিনা দিনে খায়, কিন্তু রাতে খাইতে পারেনা। সে তার বুকজুক অনেক কিছু দিয়ে বুঝিয়ে দিলো আর আমিও নিজে ডিপোজিটের পাশাপাশি খুব কাছের কয়েক ক্লাইন্টস ও এনে দিলাম, নিজে ও ডিপোজিট করলাম, কিন্তু সে এমনই বাটপার, যে সে আমার মাথায় লবন রেখে বরই খেতে চায়। অর্থাৎ আমাকে লোভে ফেলে সে আমার বর্তমান সময়ে যে পরিচিতি আছে সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশী ক্লাইন্টস থেকে ডিপোজিট নিতে চাই। এই ব্রোকারে ট্রেড করতে গিয়ে নিজের অভিজ্ঞতা হলো, আমি স্টপ লস যে প্রাইস লেভেলে দেই সেটা অন্য ব্রোকারে লিকুইডিটি প্রাইস ঠিকই ধরতে পারে মাগার এই তেলতেলা ব্রোকার ধরতে পারে না, আরো বেশি লসে এসএল (Stop loss) প্রাইস ক্লোজ দেখায়। এতে সে আমার প্রতি ট্রেড ক্লোজে ৪/৫ পিপ্স ১ লট সমান ৪০/৫০$ মেরে খায়। একবার XAUUSD পেয়ারে আমার ব্রেক ইভেনের ট্রেড ৫০/৬০ পিপ্সস স্লিপেজ করে  নিউজ সময় যার ফলে ব্রেক ইভেন প্রাইস থেকে আরো ৩২ পিপ্স আমার লস হয় জানি তার আইবি ব্যবসার ফাঁদ দিয়ে অন্য অনেকেই দিয়ে সে বা One Royal প্রমোট করাবে এবং বাঙ্গালীর অভ্যাস বুঝে না বুঝে শুরু করে দিবে নেগেটিভ আলোচনা তাই রেফারেন্স হিসেবে এন্ট্রি আইডি দিয়ে দিলাম (১৪ই মার্চ ২০২৩ ট্রেড আইডি নং ২৩৭৯৪২৯২ ) অপরদিকে একই এন্ট্রি অন্য ব্রোকারে আমার ঠিকই ব্রেক ইভেন হয়। তাদের জানালে তারা জানাই তারা ডিরেক্ট লিকুইডিটি তারা এমন না অমন না তাদের কেউ এই কমপ্লেইন করেনাই এই পর্যন্ত অথচ আমি আমার ৫/৬ ক্লাইন্টের ৩/৪ জন থেকেই এই কমপ্লেইন পেয়েছি আসলে ট্রেডার রা এসব খুব একটা দেখে না অদক্ষতার কারনে আর এরা এই সুযোগকে কাজে লাগায়।  যাই হোক তাদের আইবিতে আমার পরিচিত কয়েকজন একাউন্ট করে এবং আমি নিজেও ১০০০$ ডিপোজিট করি। এর থেকে ২০০$ কমিশন পাইছিলাম। এটা দিয়ে কয়েক ক্লাইন্টসকে কিছু ক্ষতিপূরন দিতে পারি আর কিছু পরবর্তীতে ফ্রী কোর্সে জুমে খরচ করি আমি।।

এই রকম টাইপের ব্রোকারের তালিকাতে আছে Exness, Octafx, Hot forex, Orbex, XM সহ আরো অনেক ও আরো অনেক আছে। এরা বা এদের বিশেষ কোন ম্যানেজমেন্ট কর্মী আপনাকে সরাসরি না ঠকালেও, বিশেষ ক্ষেত্রে যেমন নিউজ টাইমে, প্রাইস দিয়ে কিংবা স্প্রেড উলটাপালটা করে হলেও আপনার থেকে সুকৌশলে টাকা মেরে নিবে।

যত লিখবো তত শত্রু বাড়বে, তাই ট্রেডার হিসেবে আপনারা বড় ডিপোজিট দেবার আগে অল্প ইনভেস্ট দিয়ে চেক করে নিয়েন। তবে এই ব্রোকার গুলোর বিরুদ্ধে উইথড্র মেরে দেয়ার বা না দেওয়ার কোনো পর্যাপ্ত প্রমান নাই বা এই পর্যন্ত শোনা যায় নি। আমি নিজে One Royal , Exness, Octafx থেকে ডিপোজিট উইথড্র করেছি।

 

আর কিছু ট্রাস্টেড ব্র্যান্ড ব্রোকারের ট্রেডারদের থেকে ইনকাম পন্থাঃ

এরা চুরি করবে কিন্তু বুঝে শুনে এবং মাত্রাতিরিক্ত চুরি করবে না। এদেরকে মন্দের ভাল বলা যায়। যেমন Justmarkets। আমি নিজে ও Justmarkets রেফার করি কেনো করি? নিজে ট্রেড করেছি এই টাইপের আরো কিছু ব্রোকার আছে এদের ও রেগুলেশন আছে লিকুইডিটি আছে তবে এরা বি বুক বেশি করে । এটা আমাদের মাথা ব্যাথা না কারন সে যদি ওভার স্লিপেজ যদি না করে যখন তখন, তবে মানা যায়। তবে এদের আমার ভালো লাগেনি একটা কারনে এরা ও Exness এক্সনেসের মত মার্কেটিং সাজিয়েছে অনেক টা। দ্রুত উইথড্র দেয়, ডিপোজিট হয় লোকাল ডিপোজিটে, এগুলো মিললে ও তাদের ১০০ ডলারের নিচে স্টান্ডার্ড একাউন্ট স্প্রেড একটু বেশি হলেও Exness এর সব গুলো একাউন্ট থেকে মোটামুটি ভালো, তবে তাদের প্রো একাউন্ট টা বেস্ট লেগেছে কারন স্প্রেড কম। সোয়াপ ফ্রী।। হ্যা ভাই স্প্রেডের মারপেছে সব ব্রোকারের মত Justmarkets ও চুরি যে করে না তা না তবে Exness এর মত ব্রোকার যেখানে ১০০-২০০ ডলার খায় সেখানে তারা ৩০-৫০ খায়। সময়ে আবার হাই ভোলাটিলিতে ৫০-১০০ ডলারও খেয়ে ফেলে – যেটা আবার বড় লিকুইডিট ব্রোকার রাও করে; তবে ওভার অল, Justmarkets এগুলো মেইন্টেইন করে খুব ভালো ভাবে তাই আমাকে রেটিং দিতে বললে ১০ এ ৬ আমি তাদের দিবো রেটিং অপরদিকে Exness ১০ এ পাবে মাত্র ৩ বড়জোর। এই ক্যাটাগরিতে আমি Octafx কে ও ১০ এ ৩ দিবো। সাথে Tickmill, Hot Forex কে ৪ পর্যন্ত দেয়া যায়। Roboforex কে আমি Justmarkets মত একই রেটিং দিবো। বর্তমানে আমি এই ক্যাটাগরিরই Roboforex  Justmarkets ২টাতেই ইনভেস্ট ও ট্রেড করছি।

ব্র্যান্ডেড ব্রোকারের ইনকামের সিস্টেম বর্তমান সময়ে আমার রেটিং অনুযায়ী যারা এ গ্রেডে আছেঃ 

এই ক্যাটাগরিতে কিছু ব্রোকার আছে যাদের আসলে স্প্রেড কম , স্লিপেজ অন্যদের থেকে কম, এবং ব্রোকার হিসেবে যারা ভালো নাম ডাক করেছে। কিন্তু তাদের ও ইনকামের রাস্তা ট্রেডারদের ট্রেড থেকে লিকুইডিটি প্রভাইডার থেকে প্রাপ্ত কমিশন (এটা যৌক্তিক এবং সঠিক ব্যবসা) থেকেই শুধুমাত্র, তাই এরা তুলনামূলক কম ইনকাম করে ট্রেডারদের থেকে, কারন এরা প্রফিট করে লিকুইডিটি প্রভাইডারের কমিশন থেকেই শুধুমাত্র।

Ic Markets এই ক্যাটাগরি তে অবশ্যই প্রথম থাকবে। এদের বড় সমস্যা হল ক্লাইন্টসদের খুব বেশি সুবিধা দেয় না। যেমন মিনিটের মধ্যে উইথড্র পাবেন না। ভ্যারিফাই সঠিক ভাবে করতে হবে, ক্রিপ্টো ডিপোজিট থাকলে ও উইথড্র শুধু মাত্র ডিপোজিট পরিমান ক্রিপ্টো দিয়ে করতে পারবেন। এর পরের গুলো অন্য গেটওয়ে দিয়ে করতে হবে। সোয়াপ ফ্রী হলে ও একটা চার্জ করে থাকে। একই ভাবে তালিকায় আছে FP Markets, তারা ও একই ধরনের সার্ভিস দিয়ে থাকে তবে FP Markets স্প্রেডে কিংবা অন্য সিস্টেমে (যা আগে উল্লেখ করেছি) তা দিয়ে ১ লট ট্রেডিং এ ২৫-৪০ ডলার খায়, অপরদিকে Ic Markets সাধারনত ২০-৩০ ডলার খায় আর ভোলাটিলির সময়ে তাদের এই খাওয়ার পরিমান ৪০-৭০ ডলার পর্যন্ত হয়ে থাকে । এই গ্রুপের লিস্টে অনেক ব্রোকারের মাঝে আমি  Paperstone, Axi কে ও রাখতে চাই তবে ২০১৭ পরে এই ২টি ব্রোকারে ট্রেড করিনি, তাই বর্তমান অবস্থায় তাদের পরিস্থিত ব্যক্তি হিসেবে আমার জানা নাই। FP Markets এবং Ic Markets আমি নিজে ট্রেড করছি তারমধ্যে Ic Markets এ ২০১৫ থেকে এখনো করছি।

অনেক ব্রোকার আছে যা আমরা একটি আর্টিকেলে ডিটেইল নাম দিয়ে রেটিং সম্ভব না তবে আমাদের ওয়েভ সাইটে টপ ব্রোকার লিস্টে আমরা আপাতত কয়েকটি ব্রোকার রেখেছি। আগামীতে টপ ব্রোকার লিস্টে ১০০ টি ব্রোকার যুক্ত করার প্ল্যান আছে রেটিং সিস্টেমে।

এই আর্টিকেলে আমি কোন নির্দিস্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করার উদ্দেশ্য নিয়ে লিখিনি যা কিছু লিখেছি নিজের অভিজ্ঞতা এবং অনলাইন তথ্যের ভিত্তিতে লিখেছি। এখানে কারোর ক্ষতি করার উদ্দেশ্য আমার নেই বরং আমি এসকল ব্রোকারের এফিলিয়েট লিংক এড করে রেখেছি পোস্টে। এই সমস্ত বিষয় জানার পর ও কেউ আগ্রহী থাকলে সে এফিলিয়েট লিংক ব্যবহার করতে পারেন। আমাদের এফিলিয়েট লিংকের মাধ্যমে যারা একাউন্ট ওপেন করেন, ব্রোকার সংক্রান্ত যে কোন সমস্যাতেই আমি এবং আমার টিম, আমাদের সর্বোচ্চ চেষ্টা করে এসেছি, এবং সামনেও করব।

Rana Das, CEO and Founder, Forex Wave Expert

Add a Comment

You must be logged in to post a comment