## Forex candlestick (ক্যান্ডেলস্টিক কি?)
ক্যান্ডেলস্টিক চার্ট প্রাইস মুভমেন্ট বুঝতে সাহায্য করে। এই চার্টের মাধ্যমে আমরা ওপেন, হাই, লো এবং ক্লোজ প্রাইস সম্পর্কে জানতে পারি।
প্রায় ১০০ বছরের বেশি সময় আগে জাপানি হোমা এই ক্যান্ডিলস্টিক উৎপত্তি করেন এবং তার মতে প্রাইসের মুভমেন্ট এই ক্যান্ডল গঠন করে যা ট্রেডার দের ট্রেডিং সাইকোলজির মাধ্যমে গঠন হয় বলে এই রকম প্যাটার্ন বা ক্যান্ডল বার বার গঠন হয় এবং মার্কেটে একই রকম মুভমেন্ট আবার দেখা দেই। এই প্রাইস মুভমেন্টস ক্যান্ডল মূলত প্রাইস একশন নামে পরিচিত। বর্তমান সময়ে অনেক ট্রেডার এই ক্যান্ডলস্টিক এবং সাপ্লাই বা ডিমান্ডের এই পুরানো সেটাপ থেকে তারা বিভিন্ন নামে বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি করলে ও আসলে প্রায় সব স্ট্র্যাটেজিতে এই ক্যান্ডল ব্যবহার করা হয়। তাই ক্যান্ডল স্টিক সম্পর্কে জানতে পারলে আপনি মোটামুটি মার্কেটর সব মুভমেন্ট বুঝতে পারবেন ।।
### ক্যান্ডেলস্টিকের ধরন
ক্যান্ডেলস্টিক দুই প্রকারের হতে পারে:
1. **বুল ক্যান্ডেল**: যদি ক্লোজিং প্রাইস ওপেন প্রাইসের উপরে থাকে।
2. **বিয়ার ক্যান্ডেল**: যদি ক্লোজিং প্রাইস ওপেন প্রাইসের নিচে থাকে।
প্রতিটি ক্যান্ডেলস্টিক ওপেন, হাই, লো এবং ক্লোজ প্রাইসের মান দেখায়। ক্যান্ডেলের চিকন অংশটাকে শ্যাডো বলা হয় এবং প্রশস্ত অংশটিকে বডি বলা হয়। শ্যাডো দ্বারা বুঝা যায় যে প্রাইস সেই পর্যায়ে গিয়েছিল এবং আবার ফেরত এসেছে। বডি দ্বারা বুঝা যায় প্রাইস কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে থেমেছে।
### কিভাবে ক্যান্ডেলস্টিক কাজ করে?
#### বুল ক্যান্ডেল
বুল ক্যান্ডেল শুরু হয় ওপেন পয়েন্ট থেকে।
– প্রথমে প্রাইস নিচে নেমে লো পয়েন্টে যায়।
– তারপর প্রাইস উঠতে শুরু করে এবং হাই পয়েন্টে পৌঁছায়।
– তারপর প্রাইস হাই থেকে নেমে ক্লোজ হয়।
#### বিয়ার ক্যান্ডেল
বিয়ার ক্যান্ডেলের ক্ষেত্রে, প্রাইস ওপেন হয়ে হাই পয়েন্টে যায়।
– তারপর লো পয়েন্টে এসে আবার উপরে উঠে ক্লোজ হয়।
### বডি এবং শ্যাডো দিয়ে কি বুঝায়?
চার্টে প্রাইস বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক করে থাকে । এক একটি এক এক ধরনের হয়ে থাকে কোনো ক্যান্ডল বডি বড় হয় তো আবার কোনটার শ্যাডো ছোট বা বড়। এর মধ্যেও কিছু তথ্য লুকানো থাকে।
– যদি বুল ক্যান্ডেলের বডি বড় হয়, তাহলে বুঝতে হবে বাইয়িং প্রেসার বেশি।
– যদি বিয়ার ক্যান্ডেলের বডি বড় হয়, তাহলে বুঝতে হবে সেলিং প্রেসার বেশি।
শ্যাডো ট্রেডিং সেশন সম্পর্কে অনেক তথ্য প্রদান করে।
– যদি ক্যান্ডেলে শ্যাডো ছোট হয়, তাহলে বুঝতে হবে ট্রেডিং ওপেন বা ক্লোজের কাছাকাছি সংকীর্ণ হয়েছে।
– যদি ক্যান্ডেলের উপরকার শ্যাডো বড় হয় এবং নিচের শ্যাডো ছোট হয়, তাহলে বুঝতে হবে বায়াররা প্রাইস উপরে নিয়ে গিয়েছিল কিন্তু সেলাররা প্রাইস নিচে নামিয়ে এনেছে।
– যদি ক্যান্ডেলের নিচের শ্যাডো বড় হয় এবং উপরকার শ্যাডো ছোট হয়, তাহলে বুঝতে হবে সেলাররা প্রাইস নিচে নিয়ে গিয়েছিল কিন্তু বায়াররা প্রাইস উপরে টেনে আনতে সক্ষম হয়েছে।
এই তথ্যগুলো বুঝে নিলে, ক্যান্ডেলস্টিক ব্যবহার করা সহজ হবে এবং সময়ের সাথে সাথে আপনি আরও অভ্যস্ত হয়ে উঠবেন।
Add a Comment
You must be logged in to post a comment