Wave 5 channeling ( ওয়েভ ৫ চ্যানেলিং)
এই পর্বে আমরা জানবো কিভাবে ট্রেন্ডের শেষ তা ৬টি টেকনিকাল টুল ব্যবহার করে অনুমান করা যায়:
১. ওয়েভ ৫ চ্যানেলের (চ্যানেলিং টেকনিক) মাধ্যমে।
২. ওয়েভ ৫ ও সাব-ওয়েভ প্রাইস লেভেল প্রজেকশন ফিবোনাচ্চি এক্সপেনশন দিয়ে।
৩. ডাইভারজেন্স ওয়েভ ৩ থেকে ৫ এবং ট্রেন্ড পরিবর্তন মোমেন্টামের মাধ্যমে।
৪. রিভারসাল চার্ট প্যাটার্ন মাধ্যমে।
* রাইজিং অথবা ফলিং ওয়েডজ (ডায়াগনাল ট্রায়াঙ্গেল) করে।
* ট্রেন্ড লাইন ভাঙনের মাধ্যমে।
* ডাবল অথবা ত্রিপল টপ বা বটম করে।
* ১-২-৩ টপ বা বটম করে।
৫. ৮-১৩-২১ এবং ৩৪ ডেইলি ইএমএ ব্যবহার করে।
৬. ক্যান্ডলস্টিক রিভারসাল প্যাটার্নের মাধ্যমে।
এখানে সবগুলো টেকনিক দিয়ে আমরা ওয়েভ ৫ এর শেষ প্রজেকশন অনুমান করার চেষ্টা করবো। উপরের ৬টি টেকনিক আপনার জানা দরকার কারণ একটি টেকনিক সব জায়গায় কাজ করে না বা করবে না।
১. ওয়েভ ৫ চ্যানেলের (চ্যানেলিং টেকনিক) মাধ্যমে
কিভাবে আমরা ওয়েভ ৫ এর গন্তব্য চ্যানেলের মাধ্যমে বের করার চেষ্টা বা প্রজেক্ট করবো:
* প্রথমে ওয়েভ ১-২ এবং ৪ চ্যানেল লাইন দিয়ে কানেক্ট করতে হবে।
* কপি করে এই চ্যানেল ১ থেকে ৩ এর দিকে বসাতে হবে। চিত্রে বোঝার চেষ্টা করুন।
* এবার ওয়েভ ৫ প্রজেকশনের জন্য আবার কপি করে ওয়েভ ২ এবং ৩ মাঝামাঝি বসাতে হবে কারণ আমরা ওয়েভ ১ এবং ৩ এর মাঝামাঝি এরিয়াকে টার্গেট করবো ওয়েভ ৫ এর শেষ হিসেবে।
চ্যানেলিং আরও কয়েকভাবে মিলানো যায়। উপরে আলোচনা যা করা হয়েছে তা হলো মধ্যম মানে হলো এর মাঝামাঝি বেশি হয়ে থাকে। এছাড়া আরো কিছু পদ্ধতি আছে:
* ওয়েভ ৩ যখন এক্সটেনশন, তখন অনেক সময় শুধু ওয়েভ ২ থেকে ৪ চ্যানেল লাইন এবং ওয়েভ ১ পর্যন্ত টানলে ওয়েভ ৫ পাওয়া যায়। এই ক্ষেত্রে ওয়েভ ৩ এর সাব-ওয়েভও ১ ও এই চ্যানেলে আসবে। চিত্রে বোঝার চেষ্টা করলে আশাকরি বুঝবেন।
* আবার ওয়েভ ৫ এক্সটেনশন হলে সবগুলো ওয়েভ একসাথে চ্যানেলে আসবে। সাথে সাব-ওয়েভগুলোও আসতে পারে। চিত্র দেখে বোঝার চেষ্টা করুন।
২. ওয়েভ ৫ ও সাব-ওয়েভ প্রাইস লেভেল প্রজেকশন ফিবোনাচ্চি এক্সপেনশন দিয়ে
এটা খুব সহজভাবে আমাদের চর্চার মাধ্যমে সহজে বুঝে মার্কেট প্রাইস দেখে বের করা যায়, যা গত পর্বেও আলোচনা করা হয়েছে। চিত্র দেখলে আশাকরি বুঝবেন:
* ওয়েভ ০ থেকে ওয়েভ ৩ ও ৪ ফিবোনাচ্চি এক্সপানশন বসালে অনুপাত ৬১%-১৬১% পর্যন্ত মূলত প্রাইস মুভ করলেও, ওয়েভ ৩ যদি এক্সটেনশন করে সেই ক্ষেত্রে ওয়েভ ৫ বেশির ভাগ সময় ৬১-১০০% থেকে রিট্রেস করে ফেলে।
* এই ক্ষেত্রে চ্যানেলিং এবং ফিবো একসাথে ব্যবহার করে ৬১% থেকে রিট্রেস হচ্ছে কিনা তা অনুমান করা যেতে পারে। চিত্রটি দেখুন।
আমি নিচের চিত্রে বোঝানোর চেষ্টা করছি:
লাইভ মার্কেটে প্র্যাকটিস করার একটা ব্যাপার আছে এটা বুঝার জন্য এবং একটা সময় আপনি মার্কেটের আচরণ দেখে বুঝে যাবেন।
এছাড়া ওয়েভ ১ যদি এক্সটেনশন করে এই ক্ষেত্রে ফিবো এক্সপেনশন ওয়েভ ০ থেকে ১ এবং ২ এ বসাতে হবে। এই ক্ষেত্রে ৬১.৮-৭৮/৮০% থেকে রিট্রেস করার সম্ভাবনা থাকে। নিচের চিত্র থেকে বোঝার চেষ্টা করুন।
আর যদি ওয়েভ ৫ এক্সটেনশন হয় তাহলে ফিবো এক্সপেনশন ওয়েভ ০ থেকে ৩ এবং ৪ এ বসাতে হবে। এই ক্ষেত্রে ১৬১.৮ বা ১৬১% ভেঙ্গে আরও উপরে ২৬১.৮ এ যেতেও পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ওয়েভ এক্সটেনশন ১৬১ থেকে রিট্রেস করে থাকে। নিচের চিত্র থেকে বোঝার চেষ্টা করুন।
সাব-ওয়েভ থেকেও একই পদ্ধতি দিয়ে ওয়েভ ৫ এর শেষ প্রজেকশন বের করা যায়।
আমরা যদি এবার ওয়েভগুলোকে ফিবোনাচ্চি এক্সপেনশন এবং ফিবোনাচ্চি রিট্রেস দিয়ে দেখি, কিভাবে প্রতিটি ওয়েভ ফিবো অনুপাত/রেশিও মেনে কাজ করে, তা নিচের চিত্রে দেয়া হয়েছে।
এখানে আপনি দেখছেন ওয়েভ ২ ওয়েভ ১ শুরুর প্রাইসের আগেই রিট্রেস করেছে এবং ওয়েভ ৪ ওয়েভ ২ থেকে ৩ এর মধ্যকার ফিবো রিট্রেস ৬১% এর আগেই প্রাইস রিট্রেস করেছে।
এই ছবিতে দেখছেন ওয়েভ ০ থেকে ওয়েভ ১ এবং ওয়েভ ২ পর্যন্ত ফিবো এক্সপেনশন দিয়ে ওয়েভ ৩ এর গন্তব্য বের করা হয়েছে।
৩. ডাইভারজেন্স ওয়েভ ৩ থেকে ৫ এবং ট্রেন্ড পরিবর্তন মোমেন্টামের মাধ্যমে
(বিঃ দ্রঃ যদি কেউ নতুন হন আর মেকডি ইন্ডিকেটর এবং ডাইভারজেন্স সম্পর্কে না জানেন, তারা ইউটিউবে মেকডি ইন্ডিকেটর এবং ডাইভারজেন্স ব্যবহার দেখে নিবেন।)
আমরা মূলত ওয়েভ ৩ থেকে ৫ ডাইভারজেন্স বের করার জন্য মেকডি ইন্ডিকেটর ব্যবহার করি। মেকডি ইন্ডিকেটর ওয়েভ ট্রেডারদের কাছে অসাম অসিলেটর ওয়েভ ৫ ট্রেন্ড শেষ বের করার জন্য। মেকডি ডিফল্ট সেটিংস অথবা সেটিংস পরিবর্তন করে ৫-৩৪-৩৫ ব্যবহার করতে পারি।
চিত্রে বোঝার চেষ্টা করুনঃ
এখানে ওয়েভ ৩ হয়ে প্রাইস শেষ মুভ করার সময় দেখবেন ওয়েভ ৩ এর প্রাইস বরাবর মেকডি বারগুলো অনেক উপরে দেখাচ্ছে এবং ওয়েভ ৪ হয়ে ৫ চলে যাচ্ছে কিন্তু মেকডি বার ওয়েভ ৩ এর প্রাইসের সময়ের উচ্চকে পার করতে পারেনি, তখন এটা মেকডি ডাইভারজেন্স। আবার এটা এমনও হতে পারে ওয়েভ ৩ এর প্রাইস শেষ মুভের সময় মেকডি বার নিচে ছিলো কিন্তু ওয়েভ ৪ শেষ হয়ে ওয়েভ ৫ যখন হচ্ছে, ওয়েভ ৫ এর প্রাইস ওয়েভ ৩ এর শেষ মুভমেন্ট প্রাইসকে ক্রস করার আগেই মেকডি বার ওয়েভ ৩ এর বারকে ক্রস করে ফেলেছে, এটি ও মেকডি ডাইভারজেন্স। সহজ ভাষায় হলো ওয়েভ ৩ এর শেষ প্রাইসের সময় মেকডি বার যেখানে আছে সেটার সাথে ওয়েভ ৫ প্রাইস মুভমেন্টস বারের যদি অসামঞ্জস্য হয় তখন বুঝে নিবেন এটা ডাইভারজেন্স।
মেকডি হিস্ট্রোগ্রাম ৫টি বার কম পক্ষে হয়েছে কিনা লক্ষ্য রাখুন।
৪. রিভারসাল চার্ট প্যাটার্ন
৫. ৮-১৩-২১ এবং ৩৪ ডেইলি ইএমএ ব্যবহার করে।
নিচের চিত্রে কয়েকটি প্যাটার্নকে প্রাইস একশন/চার্ট প্যাটার্নে ট্রেডাররা যে নামে চিনে এবং একই প্যাটার্নকে ইলিওট ওয়েভের যে প্যাটার্ন বলা হয় তা বোঝানোর চেষ্টা করা হয়েছে।
৫. ৮-১৩-২১ এবং ৩৪ ডেইলি ইএমএ ব্যবহার করে
(বিঃ দ্রঃ যদি কেউ নতুন হন আর ইএমএ সম্পর্কে না জানেন, তারা ইউটিউবে মুভিং এভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ ব্যবহার দেখে নিবেন।)
অনেকেই ভাবছেন ইএমএ দিয়ে কিভাবে ট্রেন্ড শেষ বা ওয়েভ ৫ এর শেষ বের করবেন। লক্ষ্য করুন ইএমএ নাম্বারগুলো চিনতে পারছেন? যদি বুঝে থাকেন তবে আপনি কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। এগুলো ফিবোনাচ্চি নাম্বার। আচ্ছা, এই নাম্বারের ইএমএ কিভাবে মার্কেট প্রাইস মুভ করা থেকে মার্কেটের পরবর্তী মুভমেন্ট বুঝতে সুবিধা করে দেয় তা চিত্রে একটু দেখি। এখানে লক্ষ্য করুন প্রতিটি ওয়েভ এবং সাব-ওয়েভের সময় প্রাইস ইএমএ গুলোকে ক্রস বা ক্যান্ডল ইএমএ কে ক্রস করেছে। এতে সহজেই কিন্তু ইলিওট ওয়েভ প্রতিটি ওয়েভ বুঝতে সহজ হয়।
৬. ক্যান্ডলস্টিক রিভারসাল প্যাটার্নের মাধ্যমে
আরো কিছু ক্যান্ডলস্টিক রিভারসাল প্যাটার্নের নাম নিচে দেয়া হয়েছে:
ট্রাস্টেড ব্রোকারে ট্রেড করুন নিজের ট্রেড থেকে কমিশন অর্জন করুন।।।।
Add a Comment
You must be logged in to post a comment